১৯৮৬/১৯৮৭ সাল। তদানিন্তন পশ্চিম চর নুরুল আমিন দাখিল মাদরাসা ও লতিফিয়া আলিম মাদরাসার সম্মানিত অধ্যক্ষ হাজার হাজার ওলামায়ে কেরামের প্রান প্রিয় ওস্তাজ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওঃ মোঃ খোরশেদ আলম সাহেব আমাদের বাড়ীতে আসেন অতিথি হয়ে। ফজরের নামায আদায়ের জন্য হুজুর সন্নিকঠে মুসলিমিয়া ফোরকানিয়া মাদরাসায় গেলে দেখতে পান ৪০/৫০ হাত লম্বা আকৃতির মজবুত অবয়বে টিনের মোকতব ঘর হুজুরের খুবই পছন্দ হয় বিধায় স্তাহ্নীয় নিসাধরন্দের কে নিয়ে আমার মরহুম আব্বাহুজুর মরহুম মৌলভী জালাল আহাম্মদ (রঃ) এর নেতৃত্বে সমাজের সর্বস্তরের জনগন ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সমন্বয়ে মুসলিমিয়া ফোরকানিয়া মাদ্রাসাকে মুসলিমিয়া দাখিল মাদরাসায় উন্নতির সর্বসম্মতি সামাজিক সিদ্ধান্ত গৃহীত হয়।