সর্বশেষ সংবাদ
Home » সভাপতির বানী

সভাপতির বানী

ঐতিহ্যবাহী মুসলিমিয়া দাখিল (প্রস্তাবিত আলিম) মাদরাসাটি দ্বীপ জেলা ভোলার শ্রেষ্ঠ মাদরাসার মধ্যে একটি। লেখা পড়ার গুনগত মান ও সংখ্যাগত দিক থেকে অত্র মাদরাসাটি অনন্য নজির স্থাপন করেছে। শিক্ষক বা শিক্ষার্থীর বাধ্যতা মূলক সুন্নতি পোষাক, সহ পাঠ কার্যক্রম, বিভিন্ন দিবস উৎযাপন, ধর্মীয় সাংস্কৃতি লালন ও চর্চা অব্যহত থাকায় শেখন অর্জন খুবই সনোষজনক। অত্র মাদরাসার দাখিল সনদ, আমার ন্যায় কামিল ও এমএ পাশ পরবর্তী সনদধারী বহু জায়খায় সমাজে সুনামের সহীত সম্পদে বাতিঘরের ন্যায় আলো ছরাচ্ছেন বটে। তন্মোধ্যে আমিই ভাগ্যবান একজন যে, আমি আমার স্মৃতিময় এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীর মধ্যে ১ম সভাপতি অত্র মাদরাসার। বর্তমানে ১০৭৭ (এক হাজার সাত্তার) জন অধ্যায়নরত শিক্ষার্থীর অত্র মাদ্রাসাটি এতদাতকালে সুবিধা বঞ্চিত, দরিদ্র, ক্লীষ্ঠ, উপকিলীয়। সাধারণ ও ধর্মীয় শিক্ষার আলো বিস্তারে ব্যাপক ও প্রশংসার ভূমিকা রাখছে বিধায় আমি অত্র মাদরাসার অবোকাঠামোসহ সার্বিক উন্নয়নে একান্ত আশাবাদি। দাবী জানাচ্ছি সংশ্লিষ্ঠ মহলে যেন সাগর বিধৌত গ্রামাঞ্চলে শিক্ষার আলো বিকরনে অত্র মাদ্রাসাটিকে সম্ভাব্য সবধরনের সহয়তা প্রদানে এগিয়ে আসার।

——-সভাপতি——–

Print Friendly, PDF & Email